• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৩:৪৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে করোনা মধ্যেই। তবে মহামারীর চললেও অনেকদিন পর 🌃সুখবর পাচ্ছে ক্রিকেট ভক্তরা। কারণ, ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে আইসিসি, মানে মাঠে বসে খে🌳লা উপভোগ করতে পারবেন দশর্করা। 

আইসিসির এ মেগা ইভেন্ট শুরু হচ্ছে চলতি মাসের ১৭ তারিখ থেকে। বিশ্বকাপ শুরুর ঠিক সাত দিন আগে ১০ অক্টোবর ༒থেকে টিকিট বিক্রি শ♋ুরু করবে আইসিসি। টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে কেনা যাবে বিশ্বকাপের টিকিট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের সবগুলো ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে।

বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরব আমিরা𝄹ত ও ওমানে। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে আমিরাতে। তবে আইপিএলের ম্যাচে টিকিটের যা দাম তার থেকে কম দামেই টিকিট বিক্রি করবে আই𝄹সিসি। 

আরব আমিরাতে বিশ্বকাপ টিকিটের নূন্যতম𒊎 মূল্য হচ্ছে ৩০ দিরহাম। আর ওমানে টিকিটের নূন্যতম মূল্য হচ্ছে ১০ ওমানি রিয়াল।

টিকিট বিক্রি করলেও মাঠে শতভাগ দর্শক প্রবেশ করতে পারবেন না। মাঠে সর্বোচ্চ ৭০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। তবে ওমান ক্রিকেট একাডেমির মাঠে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শকের জন্য আসনের 𓆉ব🅺্যবস্থা থাকবে।

আইসিসি জানিয়েছে, তারা এবং আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (ব🌼িসিসিআই) খুব নিবিড়ভাবে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করানোর বিষয়টিতে নজর রাখবে। 

১২ দলের অংশগ্রহনে এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। বিশ্বকাপের ফাইন𒁃াল হবে আগাম🐻ী ১৪ নভেম্বর। 

Link copied!